১) নামঃ রাণীরহাট স্কুল এন্ড কারিগরি কলেজ
২) প্রতিষ্ঠানের ছবি
৩) সংক্ষিপ্ত বিবরণঃ রাণীরহাট স্কুল এন্ড কারিগরি কলেজ, বগুড়া শহরেরে সাতমাথা হতে ৪ কি.মি. দক্ষিণে বগুড়া টু নাটোর-রাজশাহী হাইওয়ে রোডের ২০০ মিটার পশ্চিম পার্শে রাণীরহাট নামক বন্দরে
অবস্থিত। ভৌগলিক অবস্থানের দিক হতে প্রতিষ্ঠানটি আশেকপুর ইউনিয়নের কেন্দ্রস্থলে মনোরম পরিবেশে অবস্থিত।
৪) প্রতিষ্ঠাকালঃ রাণীরহাট স্কুল এন্ড কারিগরি কলেজ ২০০০ইং সালে প্রতিষ্ঠিত হয়।
৫) ইতিহাসঃ ২০০০ সালে অত্র এলাকার জনগণের উদ্যোগে অত্র এলাকার গরিব ও মেধাবী ছাত্র/ছাত্রীর সুবিধার কথা চিন্তাভাবনা করে তৎকালীন সরকারের আমলে কারিগরি শিক্ষার গুরুত্বের উপর লক্ষ্য রেখে
বেকারত্ব হ্রাস করার উদ্যেশে বাংলাদেশ কারিগরি বোর্ডের অধিনে প্রতিষ্ঠানটি চালু করেন।
৬) প্রতিষ্ঠান প্রধানের নামঃ মোঃ আবু জাফর আলী
৭) অন্যান্য শিক্ষকের তালিকাঃ
রাণীরহাট স্কুল এন্ড কারিগরি কলজে (বি এম) শাখাঃ
ক্রমিক নং | শিক্ষক/শিক্ষিকার নাম | পদবী | মোবাইল নম্বর |
০১ | মোঃ আবু জাফর আলী | অধ্যক্ষ |
|
০২ | মোঃ মোতাহার হোসেন | প্রভাষক |
|
০৩ | মোঃ রুহুল আমীন | প্রভাষক |
|
০৪ | মোঃ শাজাহান আলী | প্রভাষক |
|
০৫ | মোঃ আনিছুর রহমান | প্রভাষক |
|
০৬ | মোছাঃ রোকছানা আরা | প্রভাষক |
|
০৭ | উত্তম কুমার মণ্ডল | প্রভাষক |
|
০৮ | মোঃ আবুল হোসেন | প্রভাষক |
|
০৯ | এ টি এম ডি মোঃ মশিউর রহমান | প্রভাষক |
|
১০ | মোছাঃ নূর বানু | প্রভাষক |
|
১১ | মোছাঃ মাকছুদা খাতুন | প্রভাষক |
|
১২ | মোঃ মেহেদী হাসান | প্রভাষক |
|
রাণীরহাট স্কুল এন্ড কারিগরি কলেজ ( ভোকেশনাল) শাখাঃ
ক্রমিক নং | শিক্ষক/শিক্ষিকার নাম | পদবী | মোবাইল নম্বর |
০১ | মোঃ নাহীদ চৌধুরী | ইন্সট্রাক্টর |
|
০২ | মোঃ মোতাহার হোসেন | প্রভাষক |
|
০৩ | মোঃ রুহুল আমীন | প্রভাষক |
|
০৪ | মোঃ শাজাহান আলী | প্রভাষক |
|
০৫ | মোঃ আনিছুর রহমান | প্রভাষক |
|
০৬ | মোছাঃ রোকছানা আরা | প্রভাষক |
|
৯) পাশের হারঃ ৯৮%
১০) বর্তমান পরিচালনা কমিটির তথ্যাদিঃ
ক্রমিক নং | সদস্যের নাম | পদবী | মোবাইল নম্বর |
০১. | জনাব মোঃ আবু জাফর আলী | সভাপতি | ০১৭১৮-০৮৪৪৪৮ |
০২. | জনাব মোঃ আফছার আলী | অভিভাবক সদস্য |
|
০৩. | জনাব মোঃ আফতাব হোসেন | অভিভাবক সদস্য |
|
০৪. | জনাব মোঃ আমজাদ হোসেন | অভিভাবক সদস্য |
|
০৫. | জনাব মোঃ জিয়াউল হক | অভিভাবক সদস্য |
|
০৬. | জনাবা মোছাঃ রেখা বেগম | অভিভাবক সদস্য (মহিলা) |
|
০৭. | জনাব মোঃ শামছুল আলম | বিদ্যোৎসাহী, সদস্য |
|
০৮. | জনাব মোঃ নজরুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি | ০১৭১২-৯৯৮৮৬৫ |
০৯. | জনাব মোঃ আব্দুল হাই | শিক্ষক প্রতিনিধি | ০১৭১৮-৯৬৯২৩৮ |
১০. | জনাবা মোছাঃ নূরজাহান বেগম | শিক্ষক প্রতিনিধি (মহিলা) | ০১৭১২-৪৬৪৭৩২ |
১১. | প্রধান শিক্ষক, রাণীরহাট উচ্চ বিদ্যালয় | পদাধিকার বলে সম্পাদক | ০১৭১৮-৮২৫৮২৪ |
১১) বিগত পাঁচ বছরের পরীক্ষার ফলাফলঃ
এস.এস.সি পরীক্ষার ফলাফল
পরীক্ষার সাল | অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা | কৃতকার্য | পাশের হার |
২০০৭ | ৪৩ | ৩৪ | ৭৯.৬৯% |
২০০৮ | ৩৬ | ২৭ | ৭৫% |
২০০৯ | ৪৩ | ২৪ | ৫৫.৮২% |
২০১০ | ৩৯ | ৩৯ | ৯৪.৮৪% |
২০১১ | ৪৩ | ৩৮ | ৮৮.৩৮% |
১২) শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য তথ্যাবলীঃ অত্র প্রতিষ্ঠানের জমির পরিমাণঃ ১ একর ৪৭ শতাংশ। শিক্ষক/শিক্ষিকা ১১ জন, তৃতীয় শ্রেণীর কর্মচারী ১ জন এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী ২ জন।
অফিস কক্ষ ৩টি, লাইব্রেরী- ১টি, ছাত্রী কমনরুম- ১টি এবং ১০টি শ্রেণি কক্ষ রয়েছে। এছাড়াও আলাদা আলাদা ৪টি শৌচাগার, ২টি নলকূপ, সাপ্লাই পানি ও বৈদ্যুতিক ব্যবস্থা রয়েছে।
১৩) অর্জনঃ এলাকার হতদরিদ্র সহ সকল শ্রেণীর জনগোষ্ঠীর ছেলে মেয়ে অত্র বিদ্যালয় হতে শিক্ষা লাভ করে উচ্চ শিক্ষার জন্য দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছে এবং
ভবিষ্যতেও পাবে।
১৪) ভবিষ্যৎ পরিকল্পনাঃ বিদ্যালয়টিতে শ্রেনিভিত্তিক শাখা খোলা এবং একাদশ দ্বাদশ শ্রেনিতে উন্নীতকরণ এবং একাডেমীক ভবন সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।
১৫) যোগাযোগঃ দেশের যেকোন স্থান হতে অত্র প্রতিষ্ঠানে বাস, অটো রিস্কা, ও অন্যান্য পরিবহণে যোগাযোগের সুব্যবস্থা রয়েছে।
ইমেইল এড্রেসঃ ranirhathighschool@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস