কালের স্বাক্ষী বহনকারী করতোয়া নদীর তীরে গড়ে উঠা শাজাহানপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো আশেকপুর ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ আশেকপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ইউনিয়ন পরিচিতিঃ
ক) নাম – ০১ নং আশেকপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১০.২৭ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩৬২৪১ জন (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৬ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৪ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৬০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০ টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৪, টি,
মাদ্রাসা- ৩, টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব মোঃ ফিরোজ আলম
ঞ) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ট) ইউপি ভবন স্থাপন কাল – ১৪/০৫/২০০৫ ইং।
ঢ) গ্রাম সমূহের নাম –
চাঙ্গুইর নন্দকুল বৈঠাপাড়া
মাথাইলচাপড় শাবরুল চকমাধাই
বিরাহিমপুর চকপদ্মগাড়ী মনসেফপুর
দাঁড়িকামারী বয়ড়াদিঘী শাকপালা
গন্ডগ্রাম আশেকপুর চকজোড়া
পারতেখুর
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
গ্রাম ভিত্তিক লোক সংখ্যাঃ
গ্রামের নাম |
জনসংখ্যা |
গ্রামের নাম |
জনসংখ্যা |
চাঙ্গুইর |
১৩১০ |
নন্দকুল |
৭৭০ |
বৈঠাপাড়া |
৫০৯ |
মাথাইল চাপড় |
৯৬১ |
চক মাধাই |
১৫৬ |
শাবরুল |
৮৭৯৮ |
জোড়া |
৯৫৮১ |
মোনসেফপুর |
৮৮৭ |
বিরাহিম পুর |
৫০৮ |
চক পদ্মগাড়ী |
২১৬ |
বয়রাদিঘী |
১১৯৮ |
দাড়িকামারী |
৯৪৯ |
শাকপালা |
৪০০ |
গন্ডগ্রাম |
৮৭৫ |
আশেকপুর |
২১৫২ |
চকজোড়া |
২৩১৭ |
পারতেখুর |
২৬৩৬ |
|
তথ্যসূত্র- আদমশুমারী২০১১প্রতিবেদন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস