সভার কায্যবিবরনী
স্থানঃ ইউ পি কায্যার্লয় সময়ঃ ১০ঘটিকা
তারিখঃ২৪ / ০৭/২০১৪ইং সনঃ ২০১৪ইং
উপস্থিত সভ্যগনের স্বাক্ষর
০১, মোঃ ইউনুস আলী খন্দকার ইউ পি চেয়ারম্যান স্বাক্ষরিত
০২, মোছাঃ পারভীন বেগম ,, সদস্যা ,,
০৩, মোছাঃ ফেরদৌসী বেগম ,, ,, ,,
০৪, মোছাঃ হালিমা বেগম ,, ,, ,,
০৫, মোঃ আঃ হামিদ ,, সদস্য ,,
০৬, মোঃ মানিক মিয়া ,, ,, ,,
০৭, মোঃ চাঁন মিয়া ,, ,, ,,
০৮, মোঃ রেজাউল করিম ,, ,, ,,
০৯, মোঃ ইয়াছিন আলী ,, ,, ,,
১০, মোঃ আনোয়ার হোসেন ,, ,, ,,
১১, মোঃশফিকুল ইসলাম ,, ,, ,,
১২, মোঃ আলমঙ্গীর হোসেন ,, ,, ,,
১৩, মোঃ ফজলার রহমান ,, ,, ,,
অদ্যকার সভা ইউ পি চেয়ারম্যান জনাব মোঃ ইউনুস আলী খন্দকারের সভাপতিত্বে শুরু করা হইল।
আলোচ্য বিষয়ঃ (১)
গত সভার কার্য্য বিবরনী সমুহ পঠন ও অনুমোদন করন প্রসঙ্গে।
সিদ্ধান্ত গ্রহনঃ
গত সভার কার্য্য বিবরনী সমুহ পঠন ও শ্রবনামেত্ম সর্বসন্মতিক্রমে গৃহিত হইল।
আলোচ্য বিষয়ঃ (২)
খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ এর নিজেস্ব জায়গায় মেহনগি গাছ বিক্রয়/কতৃন করা প্রসঙ্গে।
সিদ্ধান্ত গ্রহনঃ
অগ্যকার সভায় জনাব সভাপতি সভাকে জানান যে, অত্র খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ এর নিজেস্ব জায়গায় একটি মেহগনি গাছ আছে যাহা প্রকৃতিক বজ্রপাতের কারনে মৃত্যু বরন করিয়াছে এবং গাছটি বর্তমানে ঝুকিপূর্ন অবস্থায় আছে যেকোন মহত্বে জনসাধারনের বিপদ হইতে পারে। তাই অতি তারাতারি গাছ টি বিক্রয় করা বা কতৃন করা আবশ্যক। সভাপতি সাহেব এর উক্ত আলোচনা লইয়া সকল সদস্য/সদস্যাদের মধ্যে আলাপ আলোচনামেত জনাব মোঃ ফজলার রহমান এর প্রস্তাবে এবং ইউ পি সদস্য জনাব মোঃ আঃ হামিদ এর সমার্থনে সর্ব সন্মতিক্রমে গাছ টি বিক্রয়/কতৃন করার সিদ্ধামত গৃহিত হইল। এবং সভাপতি সাহেবকে অতি তারাতারী তাহা উপজেল নির্বাহি অফিসারের কার্য্যলয়ে পরবতী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাখিল করার জন্য অনুরোধ করা হইল।
আর কোন আলোচনা না থাকায় জনাব সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়া সভা সমাপ্ত ঘোষনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস